শহর কলকাতায় এবার এক ধাক্কায় বিদ্যুতের দাম বাড়ল জ্বালানির পর
বেস্ট কলকাতা নিউজ : এবার বিদ্যুতের ইউনিটে কোপ পড়লো দেশজুড়ে জ্বালানি তেলের মূল্য আকাশছোঁয়া বৃদ্ধির পাশাপাশি । মূলত কয়লা সঙ্কট দেখা দেওয়ায় শহর কলকাতায় প্রতি ইউনিটে খরচ প্রায় বাড়লো ৩০ পয়সা করে। জানুয়ারিতে যেখানে প্রতি ইউনিট পিছু বিদ্যুতের দাম ছিল ৪ টাকা ৮৯ পয়সা। তা ফেব্রুয়ারি থেকে বেড়ে হয়েছে ৫ টাকা ১৮ পয়সা।এই পরিবর্তন হয়েছে ২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দামে। অন্যদিকে ৩০০ ইউনিটের বেশি বিদ্যুৎ খরচ হলে ইউনিট প্রতি জানুয়ারি মাসে এই দাম ছিল ৮ টাকা ৮২ পয়সা। ফেব্রুয়ারি মাসে তা হয়েছে ৯ টাকা ২১ পয়সা।
ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন নতুন দাম বৃদ্ধি নিয়ে। তোপ দেগেছেন এমনকি টুইটারেও ।এদিকে CESE ও মমতাকে একযোগে আক্রমণ শানিয়ে শুভেন্দু লেখেন, ‘চুপিচুপি দাম বাড়িয়ে দিয়েছে CESC। প্রায় ৩০ লক্ষের বেশি গ্রাহককে এই সংস্থা পরিষেবা দিয়ে থাকে। কিন্তু দাম বৃদ্ধির আগে তাঁরা তাঁদের কিছু জানানোর প্রয়োজন মনে করেনি। বর্তমানে গোটা কলকাতায় বছরে প্রায় প্রয়োজন পড়ে ২০ হাজার মিলিয়ন ইউনিট বিদ্যুতের । কিন্তু, নতুন মূল্যবৃদ্ধির জেরে রাজ্য সরকারের’ অতিরিক্ত রাজস্ব আয় হবে বার্ষিক ৬০০ কোটি টাকা।