হিজাব নিষিদ্ধ নয় স্কুল-কলেজ ক্যাম্পাসে, কর্ণাটক সরকার এমনটাই জানাল কর্ণাটক হাইকোর্টের কাছে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : হিজাব কোনো অপরিহার্য অঙ্গ নয় ইসলাম ধর্মের মহিলাদের কাছে । সোমবার কর্ণাটক সরকার এমনটাই সওয়াল করেছিল কর্ণাটক হাইকোর্টের কাছে। মঙ্গলবার আরও একধাপ এগিয়ে আদালতে আরও জানাল, হিজাব একেবারেই নিষিদ্ধ নয় স্কুল-কলেজ ক্যাম্পাসে। হিজাব নিষিদ্ধ করা হয়েছে একমাত্র ক্লাসরুমে এবং তা ক্লাস চলাকালীনই, কিন্তু অন্য কোনো সময় নয়। মঙ্গলবার কর্ণাটকের প্রধান বিচারপতি রীতু রাজ আবস্তি, বিচারপতি জে এম খাজি ও বিচারপতি কৃষ্ণ এম দীক্ষিতের বেঞ্চে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল প্রভুলিঙ্গ নাভাদগি বলেন, সংবিধানের ১৯ নম্বর ধারায় হিজাব পরায় যে ছাড় দেওয়া হয়েছে, ১৯ এর ২ ধারায় তা নিয়ন্ত্রণ করা হয়েছে। আইন অনুযায়ী যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান এনিয়ে বিধিনিষেধ আরোপ করতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *