শহর শিলিগুড়িতে নিরাপত্তা রক্ষার্থে ময়দানে নামলেন এলাকার স্থানীয় মহিলারা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : দিনের পর দিন রাস্তায় বের হলে শুনতে হয় কটুক্তি। তা সে বাড়ির গৃহবধূ হোক, বা কোন তরুণী। মদ্যপান করে অকাতরে গালিগালাজ, এবং বাজে কথার ঝড় চলছিলই। পুলিশে অভিযোগ করে কোন লাভ হয়নি। অবশেষে শিলিগুড়ির ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মৌসুমী হাজরার নেতৃত্বে এদিন মাঠে নামলেন প্রমিলা বাহিনী। এদিন সন্ধ্যার সময় ময়দানে নেমে পড়লেন তারা, প্রতিটি মোড়ে এবং প্রতিটি দোকানে গিয়ে তারা জানিয়ে দিয়ে আসলেন তাদের বর্তমান কার্যাবলির কথা । তারা তাদের সিদ্ধান্তে অবিচল থাকবেন বলেও এদিন জানান মৌসুমী হাজরা।

উল্লেখ্য, গত ১৩ তারিখে শিলিগুড়ির এক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ করেন ওই ওয়ার্ডেরই দুই বাসিন্দা। তারা জানান যাতায়াতের পথে অকথ্য ভাষায় তাদের গালিগালাজ করা হচ্ছে। এরপরে গোটা ওয়ার্ড থেকে গণস্বাক্ষর করে থানায় জমা দেওয়া হয়। মেয়র কেও জানানো হয়, তবে কোন কাজ হয়নি বলে দাবি করছেন মৌসুমী হাজরা। তিনি আরো জানান , তৃণমূল নেতার প্রভাব বেশি বলে তার বিরুদ্ধে কোনরকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে না। উল্টে যারা অভিযোগ করেছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই তাদের বাধ্য হয়ে নিজেদের পদক্ষেপ নিতে হলো। অবশেষেএদিন এক বিশাল মহিলা বাহিনী শিলিগুড়ি ১৯ নম্বর ওয়ার্ডের বাড়িতে বাড়িতে দোকানে দোকানে গিয়ে তাদের পদক্ষেপের কথা জানায়। তারা এও জানান এরপরে যদি প্রশাসনের তরফ থেকে কোন ধরনের পদক্ষেপ না নেওয়া হয় , তবে তারা আইন নিজেদের হাতে তুলে নিতে বাধ্য হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *