শারীরিক অবস্থার ক্রমশ অবনতি, ITU-তে গেলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়
বেস্ট কলকাতা নিউজ : সৌমিত্র চট্টোপাধ্যায়কে ফের ITU(ইনটেনসিভ থেরাপি ইউনিট)-তে স্থানান্তর করা হল শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কারণে। ৮৫ বছর বয়সি এই অভিনেতাকে রাখা হয়েছে অক্সিজেনের সাপোর্টে। এমনই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। গত মঙ্গলবার থেকে মিন্টোপার্কের কাছে অবস্থিত এই বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে কোরোনায় আক্রান্ত হওয়ার জেরে।
হাসপাতাল সূত্রে আরও জানা গিয়েছে , কখনও বাড়ছে, কখনও কমে যাচ্ছে তাঁর ব্লাড প্রেসারও। এমনকি অক্সিজেনের পরিমাণ-ও কমে গিয়েছে তাঁর শরীরে। ব্লাড প্রেসার ওঠা-নামা করায় এবং অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ার কারণে শুক্রবার ফের বেসরকারি ওই হাসপাতালের কেবিন থেকে সেখানকার ITU-তে স্থানান্তর করা হয়েছে তাঁকে। সেখানে তাঁকে এমনকি পর্যবেক্ষণেও রাখা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত, তাঁকে রাখা হয়েছে অক্সিজেনের সাপোর্টে। আজ বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হতে পারে তাঁর। বেসরকারি ওই হাসপাতালে এমনকি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে তাঁর চিকিৎসার জন্যও।