আচমকাই থানার ব্যারাকে গুলি চললো নিউটাউনে হাসপাতালে ভর্তি হলেন আহত এসআই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিউটাউনের টেকনো সিটি থানার পুলিশের ব্যারাকে চলল গুলি। এই ঘটনায় আহত এসআই কৌশিক ঘোষ। তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যে পুলিশকর্মীর রিভলবার থেকে গুলি চলে তাঁর নাম অভিজিত ঘোষ বলে জানা গিয়েছে। তবে এই গুলি কাণ্ড ইচ্ছাকৃত না দুর্ঘটনাবশত তা খতিয়ে দেখছে পুলিশ। একটি সূত্রের খবর, বুধবার রাতে টেকনো সিটি থানার পুলিশ কর্মীরা ব্যারাকে বসেছিলেন। সেই সময় এআসআই অভিজিৎ ঘোষের উদ্দেশে এসআই কৌশিক ঘোষ কিছু কথা বলেন। স্পেশাল টাস্কফোর্স থেকে আসা অভিজিৎ ঘোষ সেই সময় নিচে গিয়ে সার্ভিস রিভলবার নিয়ে একে কৌশিক ঘোষের পা লক্ষ্য করে গুলি চালান। পায়ে লেগে গুলিটি বেরিয়ে যায়। তবে সঙ্গে সঙ্গে এসআই কৌশিক ঘোষকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।
আহত কৌশিক ঘোষের অবস্থা অবস্থা আপাতত স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। তাঁর বা-পায়ে গুলি লেগেছে। গুলি লাগার কারণে গভীর ক্ষত তৈরি হয়েছে। এদিন তাঁর অস্ত্রোপচারের সম্ভাবনা। তবে এএসআই অভিজিৎ ঘোষ ওই থানাতেই রয়েছেন। তাঁকে পুলিশের পদস্থ আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। তাঁকে সাসপেন্ড করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে এব্যাপারে কোনও কথা বলতে নারাজ পদস্থ পুলিশ আধিকারিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *