শারীরিক প্রতিবন্ধকতা হার মানল ইচ্ছাশক্তির কাছে, সব রকমের প্রতিবন্ধকতাকে হারিয়ে জয়লাভ জলপাইগুড়ির ছাত্র নয়ন দত্তের
জলপাইগুড়ি : শারীরিক প্রতিবন্ধকতা হার মানল ইচ্ছাশক্তির কাছে। ৫৫৩ নম্বর পেয়ে স্কুল টপার হয়েছে নয়ন দত্ত। জলপাইগুড়ির বাহাদুর মুন্নাজ হ্যাপি হোম হাইস্কুলের ছাত্র নয়ন দত্ত। জলপাইগুড়ির রাউত বাগানের বাসিন্দা নয়ন। বাবা একজন কৃষক। নয়নের কৃতিত্বে খুশি গোটা বিদ্যালয়, শিক্ষক, প্রতিবেশী ও অভিভাবকেরা। প্রচন্ড মিষ্টি ব্যবহারের ছেলে এই নয়ন বলে জানান প্রতিবেশীরা। তার মনের জোরও দারুন। পড়াশোনায় মেধাবী থাকায় কোনদিনই সে আটকায়নি।

এদিকে প্রতিবেশীরা আরও জানান ছোটবেলা থেকেই তারা নয়ন কে দেখেছেন সে পড়তে প্রচন্ড ভালোবাসে। পড়াশোনার প্রতি প্রচন্ড আগ্রহ তার। কাজেই প্রচন্ড প্রতিবন্ধকতা থাকলেও সে একের পর এক ক্লাস সহজে পার করে দিয়েছে। এবার মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করবে সে, পরীক্ষা শেষ করার পরেই সে জানিয়েছিল তার বাবা-মাকে। তার রেজাল্ট বের হয়ে যাবার পরে খুশিতে চোখের জল আটকে রাখতে পারেননি তার বাবা মা। তার আত্মীয়-স্বজনেরাও জানিয়েছেন এত ভালো মেধাবী ছেলে এত প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ভালো ফল করেছে এটাই আমাদের কাছে অনেক বড় ঘটনা। এখন এই পরিবারের একটাই চিন্তা কিভাবে নয়নের ভবিষ্যৎ তৈরি হবে? কারণ আগামী দিনে পড়াশোনা করতে গেলে প্রচুর খরচ, আর সেটা যোগাড় হবে কিভাবে সেটা ভেবেই হিমশিম খাচ্ছে তার বাবা মা। তবে তারা এটাও জানিয়েছেন ছেলে যখন ভালো রেজাল্ট করেছে, যেভাবেই হোক তারা তাকে উচ্চশিক্ষা দিয়ে তৈরি করবেন। ভালো ভবিষ্যতের জন্য।