শিক্ষক দিবস উদ্যাপন করা হল প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ শিলিগুড়ি শিক্ষা জেলা -র বিশেষ উদ্যোগে
শিলিগুড়ি : শিক্ষক দিবস উদ্যাপন করা হল প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংসদ শিলিগুড়ি শিক্ষা জেলা -র বিশেষ উদ্যোগে।তদুপলক্ষে এদিন অবসরপ্রাপ্ত শিক্ষক – শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো নীলনলিনী বিদ্যামন্দিরে (উঃমাঃ)। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। ডাক্তার সর্বপল্লী রাধাকৃষ্ণনের মূর্তিতে মাল্য দান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন গৌতম দেব। এদিন তিনি জানান শিক্ষক দিবস শুধু শিক্ষকদের কাছেই নয় সারা বাংলার মানুষের কাছে একটা আলাদা মর্যাদা রাখে। যারা শিক্ষা দেন তারাই তো শিক্ষক। প্রকৃত শিক্ষা মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় এবং মানুষকে যেভাবে গঠন করতে পারে সেটা একটা আলাদা বৈশিষ্ট্য। আজকের দিনটাকে আমি মনে করে মাথায় রাখি। বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটাই অনুরোধ তোমরা প্রকৃত শিক্ষকদের বিশেষ করে যারা তোমাদের শিক্ষা দিচ্ছেন তাদের ভুলে যেও না তাদের সম্মান করো। তবে ভবিষ্যতে তোমাদের উজ্জ্বল পথ হবে। আর এটাই প্রয়োজন।
