প্রায় ২৩ হাজার পুলিশ দিয়ে নির্বাচন হোক কলকাতার পুরভোটে , বিজেপি দ্বারস্থ হল রাজ্যপালের কাছে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রায় ২৩ হাজার পুলিশ নির্বাচনের দায়িত্বে থাকবে আসন্ন পুরসভার নির্বাচনে। রাজ্য সরকার কলকাতা পুরভোটের দিন বাহিনী মোতায়েন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে যে রিপোর্ট দিয়েছে তা হল মোটামুটি এই রকম, এই রিপোর্টে জানানো হয়েছে অন্তত ২ জন করে সশস্ত্র রাজ্য পুলিশ থাকবে সবকটি ভোটগ্রহণকেন্দ্রে। মোট কত বাহিনী থাকবে তা নির্ভর করবে মূলত ওই ভোটগ্রহণকেন্দ্রের বুথ সংখ্যার ওপরই। এর মধ্যে থাকবে লাঠিধারী পুলিশ ও হোমগার্ডও। কমিশন আরও জানিয়েছে, কলকাতা পুরভোটের দিন মোট ২৮৬ টি সেক্টরের প্রতিটিতে থাকবে অন্তত ২ জন করে সশস্ত্র পুলিশ। এছাড়া থাকবে মোট ৭২ টি আর টি মোবাইল, ৩৫ টি হাই রেডিও ফ্লাইং স্কোয়াড। এমনকি ৭৮ টি কুইক রেস্পন্স টিম এবং ৮০ টি স্ট্রাইকিং ফোর্স থাকবে কোথাও কোনও আইন শৃঙ্খলা জনিত ঘটনা ঘটলে তার দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য।

বাহিনী সংক্রান্ত এই হিসাবের পাশাপাশি সব স্পর্শকাতর বুথে সিসিটিভি রাখা বাধ্যতামূলক ঠিক হয়েছে কমিশনের সঙ্গে আলোচনাক্রমে। এই স্পর্শকাতর বুথগুলির মধ্যে অন্তত ২৫ % বুথে ভিডিওগ্রাফি করা হবে ভোটের দিন ভোট শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত। উল্লেখ্য বিরোধীরা সর্বদল বৈঠকে দাবি তুলেছিল ভোটের নিরাপত্তা ও বুথ পাহারায় কোনভাবে সিভিক পুলিশকে দায়িত্ব না দেওয়ার জন্যও। অন্যদিকে রাজ্যপালের হস্তক্ষেপ চাইলেও, বাকি ১১১ টি পুরভোটই বিজেপির আসল লক্ষ্য। কারণ, সংগঠন ও শক্তির নিরিখে এখনই যে কোন সম্ভাবনা নেই কলকাতা পুরসভায় বিশেষ কিছু সাফল্য পাওয়ার, সেটা জানে এমনকি বিজেপিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *