শিলগুড়িতে নিজের অফিসে বিধায়ক শুনলেন সবার চাহিদার কথা
শিলগুড়ি : সকাল থেকেই নিজেই এসে অফিস খুললেন এবং বসলেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। এদিন সকালে নিজের অফিসে খুলে বাসিন্দাদের সব সমস্যা মন দিয়ে শুনলেন এবং সমাধানও বাতলে দিলেন। বিধায়ক জানালেন আমাদের কাজ মানুষের পাশে থাকা এবং তাদের অভিযোগ শোনা।আমাদের দরকার তাদের সমস্যা শুনে তার সমাধানের পথ বাতলে দেওয়া।
বিধায়ক এদিন আরও জানালেন এদিন আমি সকালে বসতেই মানুষ এসে ভীড় করতে শুরু করে দিলেন। সবচাইতে বড় কথা আমি বেশীরভাগ সময় বাইরে থাকি। বসা হয় না।তাই ঠিক করেছিলাম একদিন বসে মানুষের অভাব এবং অভিযোগ শুনবো। কে কি ধরনের সমস্যায় ভুগছেন ভালো করে না শুনলে আমার পক্ষে মুষ্কিল তার সমাধান করে দেওয়া। কারো সমস্যা বড় আবার কারো ছোট। আর্থিক সমস্যা ছাড়াও এই সব মানুষ আসেন বিভিন্ন সমস্যা নিয়ে। তাই আজকে সবার সাথে এখানে বসতে পেরে ভালো লাগছে বলে জানালেন বিধায়ক। তিনি আরো জানালেন আমি শিলিগুড়ি থাকলেই কাজ করছি এবং সময় নিয়ে মানুষের কাছে যাচ্ছি। আজকে অনেকটা সময় দিলাম যাই হোক আবার সূযোগ এবং সময় হলে অবশ্যই বসব সবার সাথে।