শিলিগুড়িতে অনুষ্ঠিত হলো টাউন টু এর মহিলাদের এক বিশেষ সম্মেলন
শিলিগুড়ি : টাউন টু এর শিলিগুড়ি সম্মেলন অনুষ্ঠিত হলো শিলিগুড়িতে। এই সম্মেলনের উদ্যোক্তা ছিলেন দার্জিলিং জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। এদিন এই সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ, মহিলা সভাপতি সুস্মিতা বোস মৈত্র, এবং প্রাক্তন মহিলা জেলা সভাপতি সুস্মিতা সেনগুপ্ত। এদিন জেলা সভাপতি জানান, বিধানসভা নির্বাচন এখনো দু’বছর বাকি, কিন্তু আমাদের এখনই তৈরি হতে হবে। দায়িত্ব আমাদের কর্মীদের। তাদেরই মূল দায়িত্ব নিতে হবে। মুখ্যমন্ত্রীর প্রকল্পের সুবিধা সবাই পাচ্ছেন কিনা, এটা দেখার দায়িত্ব আমাদেরই । যারা যারা আবেদন করেও এখনো বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পাচ্ছেন না, আমাদের দেখে নিতে হবে, তাদের কোথায় সমস্যা হচ্ছে। অনেকে গ্রাম থেকে আসেন, তারা ঠিকমতো বোঝেনা না কিভাবে আবেদন করতে হয়, বলা যেতে পারে বুঝতে পারেন না, আমাদের উচিত তাদের পাশে দাঁড়িয়ে সঠিক ভাবে আবেদনপত্র পূরণ করা।
জেলা সভাপতি এদিন আরও জানান, আমাদের ছাত্র-ছাত্রী যারা সবুজ সাথী প্রকল্পের সুযোগ এবং সুবিধা পাচ্ছেন, তারা আগামী দিনের বাংলার ভবিষ্যৎ। তাদের উদ্দেশে তিনি বলেন তোমরা মন দিয়ে পড়াশোনা কর, মানুষের মতো মানুষ হও, তোমাদের পাশে আমাদের মুখ্যমন্ত্রী আছে, উনি এমন একজন মুখ্যমন্ত্রী যিনি কিনা মানুষের কথা চিন্তা করেন, আমাদের কর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে দেখতে হবে কোথায় কার কি সমস্যা আছে, অনেকটা বুঝতে পারলে তাদেরই সুবিধা, এদিন এমনটাই জানালেন জেলা সভাপতি।