শিলিগুড়িতে আমাদের পাড়া আমাদের সমাধান শুরু করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়ির নেতাজি উচ্চ বালক বিদ্যালয়ে আমাদের পাড়া আমাদের সমাধান শুরু করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। এদিন তিনি ওই ওয়ার্ডের কাউন্সিলর অভয়াবসুর সাথে ওই স্কুলে যান , শিক্ষক ছাত্রছাত্রীদের সাথে দেখা করেন। মেয়র এদিন জানান মুখ্যমন্ত্রীর এই প্রকল্পে মানুষের কাছ থেকে আমরা যথেষ্ট ভালো হবে বলে আশা করছি। এর কাছে গিয়ে সমাধানকরায় কর্তব্য আমাদের। পাড়ার সমস্যা থাকে, এবং তার সমাধান করতে হয় । আস্তে আস্তে এইভাবে আমরা শহর শিলিগুড়ি এবং তার আশেপাশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে গিয়ে সমস্যার সমাধান করব।মেয়র এদিন আরও জানান আমাদের এই কাজ আস্তে আস্তে শিলিগুড়ির বিভিন্ন এলাকা জুড়ে ছড়িয়ে যাবে। মানুষের সমস্যাগুলো বুঝে উঠতে পারলে অনেকটাই কাজ হবে। এবং এটাই হলো আমাদের দায়িত্ব এবং কর্তব্য, এদিন জানালেন মেয়র গৌতম দেব।
