শিলিগুড়িতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে মিড ডে মিল খাওয়ানো হলো শ্রী গুরু বিদ্যামন্দিরে ছাত্র-ছাত্রীদের
শিলিগুড়ি : শিলিগুড়িতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের অধীনে মিড ডে মিলের খাবার খাওয়ানো হলো শ্রী গুরু বিদ্যামন্দিরে ছাত্র-ছাত্রীদের । মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার দুজনে মিলে এদিন ছাত্র-ছাত্রীদের সাথে একসাথে বসে মিড ডে মিলের খাবারও খেলেন। তারা দুজনে এদিন জানান এই মিড ডে মিল ছাত্র-ছাত্রীদের কাছে যথেষ্ট আকর্ষণীয় কাজেই ওদের মুখে মিড ডে মিলের খাওয়ার তুলে দেওয়াটাই একটা পরম আনন্দের ব্যাপার। ছাত্র-ছাত্রীরা স্কুলে আসছে , পড়াশোনা করছে এবং মিড ডে মিলের খাবার খাচ্ছে এই ব্যাকরন আমাদের কাছে যথেষ্ট। তাই ওদের মুখে খাবার তুলে দেওয়া যথেষ্ট ইতিবাচক বলেও এদিন জানান মেয়র গৌতম দেব। এদিন প্রায় ৭৫ জন স্কুল পড়ুয়া একসাথে বসে মিড ডে মিলের খাবার খান।
