শিলিগুড়িতে আয়োজিত হল রক্তদান শিবির, উপস্থিত থেকে উৎসাহ দিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ
শিলিগুড়ি : শিলিগুড়িতে রক্তদান শিবির, উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহ দিলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। এদিন সকালে শিলিগুড়িতে রক্তদান শিবিরে জেলা সভাপতি রক্তদান শিবিরে অংশগ্রহণ করলেন। এবং উৎসাহ দিলেন সকল রক্তদাতাদের। জেলা সভাপতি এদিন জানান সারা বছর রক্তদান শিবিরের আয়োজন করা উচিত। আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এবং কর্তব্যর মধ্যে পড়ে রক্তদান শিবিরের আয়োজন করা, এবং সময় পেলে শরীর সুস্থ থাকলে রক্ত দেওয়া। রক্তদান মানে জীবন দান। শহরের ব্লাড ব্যাংক গুলিতে তখনই রক্ত আসবে, যখন আমরা রক্ত দেবো। যুগ যুগ ধরে এই কাজ চলে আসছে।
তিনি আরো বলেন আজকের পৃথিবীতে ভালো মানুষ আছে বলেই, এই সমাজে কাজ গুলো সহজ ভাবে প্রতিফলিত হয়। শিলিগুড়ি মানুষের দায়িত্ব এবং কর্তব্য যথেষ্ট প্রশংসনীয়, যতগুলি রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে এবং হয়ে যাচ্ছে মানুষের সহায়তা না পেলে কিভাবে তা সফল হবে? তাই সবাইকে অনুরোধ করব রক্তদান করতে। রক্তদান একটি মহৎ কাজ। সবার উচিত সময় পেলেই রক্ত দেওয়া। আজকে না কালকে আমাদের এবং আমাদের পরিবারের লোকেদের রক্ত লাগতে পারে, কে জানে তখন কি হবে, এই কারণে আমাদের আগেভাগেই রক্ত দান করা উচিত বলেও এদিন জানান জেলা সভাপতি। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের যুব নেতৃত্ব, এবং মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীরাও।