শিলিগুড়ি SDO OFFICE-এ আয়োজিত হল SIR , CAA HELP DESK কর্মসূচি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ি SDO OFFICE-এ আয়োজিত হল SIR , CAA HELP DESK কর্মসূচি। এদিন এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ । এদিন তিনি জানান আমাদের আসল উদ্দেশ্য হল মানুষকে সৎভাবে সত্যি কথা বলা। মানুষের সমস্যা বুঝে যদি তার সমাধান করা যায় তার থেকে বড় উপকার আর কিছু হতে পারে না। আজকে থেকে আমাদের বিধায়কের ক্যাম্প শুরু হলো , মানুষকে বলবো কোন কিছু না লুকিয়ে সব কিছু খুলে বলা। তবেই সবকিছু ঠিক হয়ে যাবে। আজকে প্রচুর মানুষ এসেছেন যারা আমাদের কাছে এসে তাদের সমস্যার কথা জানালেন, আর আমরাও সে চেষ্টার সমাধান করতে চেষ্টা করে চলেছি। এদিন বিধায়ক এর সাথে উপস্থিত ছিলেন বিজেপির সকল যুব সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *