শিলিগুড়িতে উদ্বোধন হল ৪২ তম উত্তরবঙ্গ বইমেলার, মেলা প্রাঙ্গণ এসে ঘুরে গেলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়িতে উদ্বোধন হল ৪২ তম উত্তরবঙ্গ বইমেলার। বইমেলা উপলক্ষে গোটা মেলা প্রাঙ্গন দেখে ঘুরে গেলেন মেয়র গৌতম দেব। এদিন উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, কাউন্সিলর অভয়া বসু এবং অন্যান্য আধিকারিকেরা। এদিন মেয়র জানান শিলিগুড়িতে বই মেলার একটা আলাদাই কদর আছে, একটা আনন্দের কথা বইমেলায় কিন্তু পাঠকের সংখ্যা বাড়ছে। মানে নতুন প্রজন্ম একেবারেই ছুড়ে ফেলে দেয়নি বইকে। তারা বই পড়ছে এবং বইকে ভালোবাসছে, বই কিনছে। সব থেকে আনন্দের দিক এটাই। আর আমাদের কাছেও আনন্দের দিক যে আমাদের পরবর্তী প্রজন্ম বই পড়বে। কারণ বই এমন একটা জিনিস, যেটা পড়ে যা পাওয়া যায় সেটা বিলিয়ে দিলে শেষ হয় না কখনো।

মেয়র এদিন আরোও জানান, আমাদের সবার কাছে বই একটা আলাদা বিষয়। তাই আজকে বইমেলা উদ্বোধন আমি পাঠকদের কাছে প্রার্থনা করব আপনারা সবাই বই কিনুন এবং বই পড়ুন । কারণ বই পড়ে যেটা পাওয়া যাবে অন্য কিছু পরে সেটা পাওয়া যাবে না। বই পড়া এক আলাদা সম্পদ অমূল্য সম্পদ , তাই বইকে ভালোবাসি এটা মাথায় রেখেই চলতে হবে আমাদের। যারা যারা বই কিনতে পারেন না বা বই কেনার ক্ষমতা নেই, তারা লাইব্রেরীতে আসুন। কিন্তু বই পড়ুন। এদিন মেয়র গোটা মেলা প্রাঙ্গণ মানে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম মেলা চত্বর, ঘুরে প্রয়োজনীয় নির্দেশ দিলেন আধিকারিকদের।