শিলিগুড়িতে ক্রমশ বাড়ছে অপরাধ মূলক ঘটনা, পরিস্থিতি ঠিকঠাক রাখতে নিরাপত্তায় বাড়তি নজর পুলিশের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : গত এক মাসে রেকর্ড পরিমাণে অপরাধ বেড়েছে শিলিগুড়িতে। দিন নেই রাত নেই অপরাধ হচ্ছে ক্রমশ । অপরাধ এতটাই বেড়েছে যে তার জন্য সমালোচিত হতে হচ্ছে এমনকি পুলিশকে। ছিনতাই থেকে ডাকাতি , চুরি সব ঘটে চলেছে একের পর এক। তাই অবশেষে এবার মাঠে নেমে পড়ল শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশ। রাত্রিবেলা নজরদারি শুরু করে দিল তারা,

এদিকে পুলিশের তরফ থেকে জানা গেছে শিলিগুড়ি ৪৭টি ওয়ার্ডে এবার থেকে বাড়তি নজর থাকবে পুলিশের। রাতে অপরাধ হতো, এখন থেকে দিনেও শুরু হয়ে গেছে । ভরদুপুরে সোনার দোকানে চুরির ঘটনা অবাক করে দিয়েছে শিলিগুড়ির মানুষকে। তাই আর দেরি না করে নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজাতে চাইছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট। যে ভাবেই হোক অপরাধকে সংঘটিত করতে আর দেওয়া যাবে না। ক্রমশ বেড়েছে মহিলা অপরাধীদের সংখ্যাও, তাই মহিলা পুলিশও এবার ছেলেদের সাথে তাল মিলিয়ে চলবে। ভেনাসমোড়, তিন বাতি মোড় এয়ার ভিউ মোড়ে মোতায়েন থাকবে পুলিশ। কোন জায়গায় কোন অপরাধ হচ্ছে, এই খবর পেয়ে পুলিশ ছুটে যাবে। শিলিগুড়িতে অপরাধমুক্ত করতে এবার উঠে পড়ে লেগেছে শিলিগুড়ি পুলিশ। যেভাবেই হোক অপরাধীদের ধরতে হবে, বিশেষ করে সন্ধ্যার পর অপরাধ ক্রমশ বাড়ছে , এটাও একটা চিন্তার বিষয় পুলিশের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *