শিলিগুড়িতে চলছে খুঁটি পূজার প্রস্তুতি, সেই সাথে মায়ের আগমনের আরাধনাও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে চলছে খুঁটি পূজার জোর প্রস্তুতি, বিভিন্ন বড় বড় ক্লাব তাদের পূজার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করে দিয়েছে। শিলিগুড়ি এবং তার আশেপাশের বেশ কিছু এলাকা জুড়ে পূজা সম্পন্ন হয় । পুজো আসতে আর বেশি দেরি নেই মাত্র দুমাস বাকি। মায়ের আগমনের প্রস্তুতিও চলছে গোটা শহর জুড়ে। শিলিগুড়ি তো তার ব্যতিক্রম নয়। কথিত আছে খুঁটি পূজার থেকেই শুরু হয় দুর্গাপুজোর প্রথম ধাপ। বিভিন্ন ক্লাবে খুঁটি পূজার প্রস্তুতির শুরু হয়ে গেছে। এবার শিলিগুড়িতে পূজা বাড়ছে। বিভিন্ন এলাকা ঘুরে তাই তার প্রমাণ পাওয়া গেছে। খুঁটি পূজার পরে প্রস্তুতি শুরু হয়ে যায় শিলিগুড়ি সবকটি ক্লাবেরই ।সব জায়গায় একটা আলাদা বার্তা দেওয়া থাকে। তাই বলতে পারা যায় মা দুর্গার আগমনের আর বেশি দেরি নেই।

এবার পূজা অক্টোবর মাসে তাই উদ্যোক্তারা জানিয়েছেন তারা এবারে কিছুদিন হলেও সময় পাচ্ছেন, বিশেষ করে বর্ষাকালে পুজো হলে আয়োজন এবং প্রস্তুতি সবই মাটিতে মিশে যায়। তাই উদ্যোক্তারা জানিয়েছেন তারা খুশি, বিভিন্নভাবে পরিবর্তন করে তারা পুজোর আয়োজন সম্পন্ন করতে পারবে। পুজোর বা পুজোর আগে যে সমস্ত প্রস্তুতি করা দরকার উদ্যোক্তারা জানিয়েছেন সময় পাওয়া যাচ্ছে সেইসব প্রস্তুতি তারা আস্তে আস্তে করে ফেলতে পারবেন। ইতিমধ্যে বেশ কয়েকটি খুঁটিপূজা হয়ে গেছে শিলিগুড়িতে। এর মধ্যেও আরো কয়েকটি খুঁটি পূজা হবে। বোঝাই যাচ্ছে মায়ের আগমনের আর বেশি দেরি নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *