শিলিগুড়িতে চলছে জিতেন্দ্র মোহন সরকার স্টেট টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা
শিলিগুড়ি : গত তিনদিন ধরে শিলিগুড়িতে চলছে জিতেন্দ্র মোহন সরকার স্টেট টেবিল টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন ওটা বাংলা থেকে আগত প্রায় তিনশোর উপরে প্রতিযোগী। প্রতিযোগিতা উৎসাহ দিতে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিরা। এদিন উপস্থিত ছিলেন শঙ্কর ঘোষ তাকে মালা দিয়ে সম্বর্ধনা দেন শিলিগুড়ি প্রাক্তন খেলোয়ার মান্তু ঘোষ।
এদিন বিধায়ক জানান আমাদের উচিত শিলিগুড়িতে আরো ভালোভাবে টেবিল টেনিস শহরে পরিণত করা। যাতে শিলিগুড়ির মানুষ টেবিল টেনিসের শহর হিসাবে শিলিগুড়ি কে মান্যতা দেয়। কারণ শিলিগুড়ি থেকে একসময় বড় বড় বিখ্যাত বিখ্যাত টেবিল টেনিস খেলোয়াড়েরা উপস্থিত হয়েছিল। এই শিলিগুড়িতে তো আমাদের গুরুত্ব দিতেই হবে। জানালেন বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি আরো জানান এই শহরের গর্ব টেবিল টেনিস। তাই আমাদের দেখতে হবে যাতে এই শহরের মান বজায় থাকে।