শিলিগুড়িতে বিয়ের মরসুম আসতেই বেড়ে গেল মাছ মাংসের দাম

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : সামনেই বিয়ের মরসুম তাই মাছের কদরও ক্রমশ বাড়ছে আপামর বাঙালির কাছে । শিলিগুড়ির সববাজারে প্রচন্ড বেশি মাছের দাম। মাছ কিনতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে বাঙালির। সাধারণত নভেম্বর ডিসেম্বর মাসে বিয়ের সময় থাকে। এই সময় মাছ-মাংসের দাম স্বাভাবিকভাবেই বেশি থাকে। কিন্তু এবার তুলনামূলকভাবে অনেকটাই বেশি মাছ এবং মাংসের দাম। এদিকে বিক্রেতারা জানান এখন বিয়ের বাজার, বেশি হবে মাছ এবং মাংসের দাম। এটা ঠিক, মাছ মাংসের দাম বেশি হওয়ার কারণ শুধুমাত্র বিয়ের বাজারই নয় অন্য সব উৎসবের সময় এটা। শিলিগুড়ির প্রধান সবকটি বাজারে মাছ এবং মাংসের দামও ঊর্ধ্বমুখী। ক্রেতারা জানাচ্ছেন প্রতিবছর বিয়ের সময় মাছ মাংসের দাম বেড়ে যায় এটা ঠিক, তবে এতটা বাড়ে এটা ভাবতে পারা যায় না। শিলিগুড়ির মতো জায়গায় দিনের পর দিন যেখানে বাড়ছে মানুষের সংখ্যা সেখানে এত দাম দিয়ে মাছ কেনা সত্যিকারে অবাক করে দেওয়ার মতো। আগামী তিন মাস হয়তো এই একই দাম থাকবে মাছ এবং মাংসের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *