শিলিগুড়িতে বেআইনিভাবে বালি পাথর সাপ্লাই এর অভিযোগ, ধৃত এক ট্রাক চালক
শিলিগুড়ি : শিলিগুড়িতে বেআইনিভাবে বালি পাথর সাপ্লাই এর অভিযোগে ধৃত এক ট্রাক চালক। তার বাড়ি বিহারে। অশোক রাউত বলে আর ওই ট্রাক চালক বহুদিন ধরে কারবার করে আসছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশে তাকে খুঁজছিল বহুদিন ধরে। বেআইনিভাবে বালি পাথর সাপ্লাই করে সে বেশ ভালোই পয়সা কামিয়ে ছিল, বলে খবরে পাওয়া গেছে। শিলিগুড়িতে বেআইনি ভাবে সাপ্লাই এর কাজ এখন রমরমা চলছে। বহু বহিরাগতদের এদের সাথে যুক্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদের বহুদিন ধরে খুজছিল পুলিশ। অবশেষে এদিন খবর পেয়ে পুলিশ ওত পেতে ধরে তাদের আটক করে। তাদের প্রত্যেকের বাড়ি বিহারে । শিলিগুড়ির গুরুং বস্তি এলাকায় বাড়ি ভাড়া করে থাকছিল তারা। পয়সার লোভে বহু লোক এই কাজ করছিলেন বলেও খবর মিলেছে ।
