শিলিগুড়িতে সোশ্যাল মিডিয়া কমিউনিটির তরফ থেকে অনুষ্ঠিত হলো ” ইন্ডিয়া ওয়ান্ট মমতাদি “
শিলিগুড়ি : বর্তমানে অন্যতম গণপ্রচার মাধ্যম হল সোশ্যাল মিডিয়া মাধ্যম। এদিন শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ডে এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল ওয়ার্ডের পৌর মাতা এবং MMIC শ্রাবনী দত্ত মহাশয়াএবং বিশ্বময় ঘোষ এর উদ্যোগে। ২০২৬ কে সামনে রেখে উদ্যোগ নিয়ে এগিয়ে যেতে বলেন ইন্ডিয়া ওয়ান্টস মমতাদি কমিউনিটির রাজ্য সহ সভাপতি অজিত ব্যানার্জী।এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি কল্যাণ রাহা এবং সম্পাদক সুব্রত রায় ,প্রতীক হালদার সহ আরও অনেকে। সহ-সভাপতি অজিত ব্যানার্জি এদিন এও জানান , ঠিকভাবে যদি প্রচার করা হয়, তবে অনেক দুর যাওয়া যাবে। আমাদের দরকার এই প্রচার কে আরো শক্তিশালী করে তোলা যাতে আগামী বিধান সভা নির্বাচনে আমাদের সোশ্যাল মিডিয়া আরো এগিয়ে যায়।