শিলিগুড়ির একজন দক্ষ ক্রীড়া সংগঠক হতে চান বিশিষ্ট সমাজসেবী সায়ন্তন চক্রবর্তী
শিলিগুড়ি : শিলিগুড়ির একজন দক্ষ ক্রীড়া সংগঠক হতে চান সায়ন্তন চক্রবর্তী। নিজের জীবনে তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে। এছাড়াও তিনি জড়িত ” লায়ন্স ক্লাবের” সাথে। সমাজসেবার পাশাপাশি তিনি ভালবাসেন খেলাধুলাও। বহু জায়গায় বিপদে পড়লে তিনি পৌঁছে যান। অসহায় মানুষের পাশে থাকতে এবং দাঁড়াতেই আমি ভালোবাসি ,এমনটাই জানালেন সায়ন্তন চক্রবর্তী।
তিনি আরো জানান আমি খেলাধুলা ভালবাসি অনেকদিন ধরে। খালার সাথে জড়িত থাকতে চাই, সে ফুটবল হোক অথবা ক্রিকেট। আমি মাঠে থাকবোই । আমার খেলা ভালো লাগে কারন খেলা এমন একটা জিনিস যার মাধ্যম দিয়ে মানুষের সাথে মানুষের আবদ্ধ থাকার একটা সুযোগ মেলে। ভারতবর্ষ তথা শিলিগুড়িতে অনেক অনেক প্রতিভাবান খেলোয়াড় আছেন যারা খেলা ভালোবাসেন খেলতে ভালোবাসেন অথচ পরিকাঠামোর অভাবে হারিয়ে যাচ্ছে, আমি তাদের পাশেই দাঁড়াতে চাই বলেও জানান সায়ন্তন চক্রবর্তী। তিনি আরোও বলেন শিলিগুড়িতে এখন প্রচুর খেলা হয়, খালার সাথে জড়িত থাকেন অনেকে, আমিও ভালবাসি থাকতে। ভবিষ্যতে আমি একজন দক্ষ ক্রীড়া সংগঠক হিসাবে যদি পরিচিত হতে পারি তবে বুঝবো আমি কিছুটা সফল হয়েছে। সত্যিই তো একধারে সমাজসেবী, অন্যদিকে সংগঠক সায়ন্তন চক্রবর্তী যেন সবার থেকে অনেকটাই আলাদা।