রাজ্যে রেকর্ড সংক্রমণ গত ২৪ ঘণ্টায় ,অর্ধেক সুস্থতার সংখ্যা , কার্যত ‘‌হটস্পট’‌ কলকাতা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নতুন বছরের প্রথম দিকে আক্রান্তের সংখ্যা কম থাকলেও করোনার সংক্রমণ গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী মার্চ মাস থেকেই। এই বছরে রাজ্যে রেকর্ড করোনা আক্রান্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। নতুন করে এদিন ১ হাজার ২৭৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ জনের। তবে আশঙ্কা বাড়াচ্ছে সুস্থতার সংখ্যা। গত একদিনে সুস্থ হয়েছেন মাত্র ৫৩৪ জন। যা অর্ধেকেরও কম দৈনিক করোনা আক্রান্তের তুলনায়। যার ফলে চিকিত্‍সকেরা মনে করছেন রীতিমতো ভয়াবহ পরিস্থিতি হতে চলেছে বলেই । এদিকে কলকাতা শীর্ষে আক্রান্তের নিরিখে। গত ২৪ ঘণ্টায় ৩৯৯ জন আক্রান্ত হয়েছেন কলকাতায় । অন্যদিকে, নতুন করে আক্রান্তের সংখ্যা ৩৪৪ উত্তর ২৪ পরগণায়। রাজ্যের মৃতের মধ্যে ১ জন কলকাতার এবং ১ জন উত্তর ২৪ পরগণার ।

দেশ তথা রাজ্যে এই মুহূর্তে কোনো লকডাউন জারি নেই। এই মুহূর্তে কমিয়ে দেওয়া হয়েছে রাজ্যের কোভিড হাসপাতালের সংখ্যাও , যার ফলে কমেছে হাসপাতালের বেডের সংখ্যাও। ফের যদি আগের মতো হয় করোনার থাবা , তবে আশঙ্কা রয়েছে হাসপাতালে ভর্তি থেকে রোগী পরিষেবা পাওয়া যাবে নাকি তা নিয়েও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *