শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়লো এক চোর
শিলিগুড়ি : চরম ব্যস্ততম জায়গা হিসেবে পরিচিত শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম । এবার সেখানে চুরি করতে গিয়েই ধরা পড়লো এক চোর। তাও আবার হাতেনাতে জানা গেছে এদিন সকালে বাড়ির মালিকেরা একটু বেরিয়েছিলেন বাইরে, সেই ফাঁকে ঘরে ঢুকে পড়ে চোর, বাড়ির থালা-বাসন , জামাকাপড় এবং কিছু টাকা পয়সা নিয়ে পালিয়ে যাওয়ার মতলব করছিল সে। কিন্তু সেই ফাঁকে বাড়ির মহিলারা চলে আসেন। হাতেনাতে ধরা পড়ে যায় সেই চোর। সে ইচ্ছা করে এই চুরি করেনি বলে দাবি করে সে।সে আরো জানায় , বাড়িতে অভাব সেই কারণেই সে এই পথ বেছে নিতে বাধ্য হয়েছে। তাকে ছেড়ে দেওয়া হোক। গৃহকর্তা এবং গৃহকত্রী অবশেষে এদিন তাকে ছেড়ে দেয়। চোর ওদিকে জানিয়েছে ভুলবশত এবং অজ্ঞাতবশত সেই এই কাজ করেছে, আর কোনদিনও সেই কাজ করবে না।
