দীঘায় এক পর্যটকের প্রাণ গেল কাঁকড়া খেয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বাঙালির কাছে দীঘার নামই প্রথমে আসে ছুটির জায়গার তালিকায়। কাঁকড়া ও সমুদ্রের মাছের পদ বাঙালির পাতে থাকবেই দীঘা বেড়াতে গেলে। কিন্তু সেই দিঘাতেই এবার এক পর্যটকের প্রাণ গেল কাঁকড়া খেয়েই।

জানা গেছে , শুক্রবার নিজের পরিবারের সদস্যদের নিয়ে দীঘায় বেড়াতে গিয়েছিলেন বেহালার ওই যুবক। ওই যুবকের নাম সৌম্যদীপ শিকদার। তার শরীর ক্রমশ খারাপ হতে থাকে সমুদ্রে স্নান এবং তারপর কাঁকড়া খেয়েই। এদিকে শেষ রক্ষা হয়নি তড়িঘড়ি করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরও। ওই যুবক প্রাণ হারায় কিছুক্ষণের মধ্যেই। মৃত ওই যুবকের পরিবার সূত্রের খবর কাঁকড়ায় এলার্জি ছিল ওই যুবকের। কাঁকড়া খাওয়ার পরই ওই যুবক অস্বস্তিতে পরে শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় এবং শেষ পর্যন্ত সৌম্যদীপের মৃত্যুও পর্যন্ত হয়। পেশায় একটি বেসরকারি সংস্থার মার্কেটিং এর সাথে যুক্ত ছিলেন সৌম্যদীপ শিকদার। কর্মসূত্রে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছিল সে। কিন্তু ভাগ্যক্রমে আর বাড়ি ফেরা হলনা ওই যুবকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *