শিলিগুড়ির কুড়ি নাম্বার ওয়ার্ড এ চলছে ” সরাসরি শংকর কর্মসূচি “
শিলিগুড়ি : শিলিগুড়ির কুড়ি নাম্বার ওয়ার্ডের বিভিন্ন জায়গা ঘুরে দেখলেন বিধায়ক শংকর ঘোষ। এদিন তিনি টিকিয়াপাড়া এবং রেললাইন এলাকা জুড়ে ঘুরে বাসিন্দাদের সুবিধা অসুবিধার কথা জিজ্ঞাসা করেন।এদিন বিধায়ককে দেখে এগিয়ে আসেন এলাকার বাসিন্দারাও । তারা তাদের নিত্যদিনের সমস্যার কথা বিধায়ককে জানান। এদিন বিধায়ক জানান আমার কাজ শিলিগুড়ি সব ওয়ার্ড ঘুরে ঘুরে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাজ সম্পূর্ণ করা। এই কাজ আমি করে যাচ্ছি। ও মানুষ আমার কাছে এসেছেন , তাদের বিভিন্ন সমস্যার কথা আমাকে শুনিয়েছেন। আমার পক্ষে যতটা তৈরি করে দেওয়া যায় আমি তা করব। এরা একদমই সাধারণ , কোনরকম সমস্যার জর্জরিত । আমি তাই ওদের পাশে থাকতে চেষ্টা করছি। মহিলাদের আমি বলব যে কোন একটা সময় করে আমার কাছে এসে কথা বলে যাও। চেষ্টা করব সমাধান করার। আমি আবার আসব এই ওয়ার্ডে এদিন এমনটাই জানালেন বিধায়ক শংকর ঘোষ।
