শিলিগুড়ির খড়িবাড়ি ব্লকে শুরু হল ” অঞ্চলের আচল ” কর্মীসভা
শিলিগুড়ি : শিলিগুড়ির খড়িবাড়ি ব্লকে শুরু হল ” অঞ্চলের আচল ” কর্মীসভা। এদিন খড়িবাড়িতে এই কর্মী সভার উদ্বোধন করলেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ। এদিন তিনি জানান ” অঞ্চলের আচল ” কর্মীসভাতে মানুষের সমস্যার কথা জানা যায়, এবং আলোচনাও করা যায়। মানুষ আমাদের তাদের সমস্যার কথা জানালে আমরা চেষ্টা করি তার সমাধান করার। আমাদের কর্মীদের কাছে একটাই আবেদন, কিংবা বলতে পারা যায় অনুরোধ আপনারা আপনাদের সমস্যার কথা আমাদের খুলে বলুন। সমাধান আমরা নিজেরাই করব। সবাই মিলে এক জায়গায় বসে আলোচনা করলে অবশ্যই সমস্যা মিটবে। যে কর্মীরা রোদে পুড়ে, জলে ভিজে এবং নিজেদের সবকিছু বাদ দিয়ে দলের জন্য নিরন্তর কাজ করে চলেছেন আমাদের অবশ্যই উচিত তাদের কথা আগে ভাবা। তবেই সমস্যা সমাধান করতে পারা যাবে। এইভাবে আমরা প্রথমে ব্লকে ব্লকে আলোচনা করব। আস্তে আস্তে শহরে ঢুকবো এবং চেষ্টা করব ওয়ার্ডে ওয়ার্ডে ঢুকে কর্মী সভা করার। এদিন জেলা সভাপতির সাথে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা নেতৃত্ব, যুব পুরুষ এবং মহিলা সদস্যরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্প সাধারণ মানুষের জন্য প্রচন্ড কাজে লাগবে বলেও এদিন জানান দার্জিলিং জেলা সভাপতি পাপিয়া ঘোষ।
