প্রকাশিত হলো সাংবাদিক কুমারেশ ঘোষের লেখা বই ‘জঙ্গলমহল ও উপরমহল’

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

কোলকাতা, ৯ই ফেব্রুয়ারি- জঙ্গলমহলের ভিতরমহলের কথা নিয়েই কুমারেশ ঘোষের লেখা বই ‘জঙ্গলমহল ও উপরমহল’ এর প্রকাশ ঘটল কলকাতা প্রেস ক্লাবে। মেদিনীপুর কলেজের অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে অবসর নেওয়া কুমারেশ ঘোষের আরও এক বড় পরিচয় সাংবাদিক হিসেবে। আনন্দবাজার, দ্য টেলিগ্রাফ এবং ইউএনআই-তে অবিভক্ত মেদিনীপুরের সংবাদদাতা ছিলেন তিনি।

জঙ্গলমহল আর সেখানকার মানুষজনের প্রতি তাঁর বরাবরই ছিল দুর্নিবার আকর্ষণ। নিজে তো বটেই, ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে বার বার পৌঁছে যেতেন জঙ্গলমহলের প্রান্তিক মানুষদের কাছে। তাঁদের দুঃখ-সুখের জীবনগাথা বহুবার উঠে এসেছে সাংবাদিক কুমারেশ ঘোষের কলমে। মাওবাদীদের জীবনকথাও তাঁর ফিল্ড-রিপোর্ট থেকে উঠে এসেছে। তারই পথ ধরে জঙ্গলমহল নিয়ে বই লেখা শুরু কুমারেশ ঘোষের। এটি সেই সিরিজের তৃতীয় বই। মাওবাদীদের জীবনকথা, প্রান্তিক মানুষ আর তাদের ঘিরে রাজনীতির মারপ্যাঁচ- এসব নিয়েই এক অনবদ্য বই- জঙ্গলমহল ও উপরমহল। আজ এক মনোজ্ঞ অনুষ্ঠানের মাধ্যমে বইটি প্রকাশ পেয়েছে দে পাবলিকেশন থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *