শিলিগুড়ির জলপাই মোড় এলাকায় ভয়াবহ চুরি চাল এবং তেলের হোলসেল দোকানে, চাঞ্চল্য দেখা গেল সমগ্র এলাকা জুড়ে
শিলিগুড়ি : শিলিগুড়ির জলপাই মোড় এলাকায় ভয়াবহ চুরির ঘটনা ঘটল চাল এবং তেলের হোলসেল দোকানে আর যার জেরে ব্যাপক চাঞ্চল্য দেখা গেল শিলিগুড়ি জলপাই মোড় এলাকাতেও। জানা গেছে চাল এবং তেলের দোকান যেখানে হোলসেল সব বিক্রি করা হয় সেখানে সাঁটার নামিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা সরিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা। এদিকে এই ঘটনার পর ওই হোলসেল দোকানের মালিক এটাতেই অবাক হয়ে যান এত বড় দোকানে কিভাবে টাকা চুরি হয়ে গেল, পরিকল্পনা করেই বা চোরেরা কি ভাবে এখানে আসলো এই ভেবে ।

তিনি এদিন আরোও জানান দিনে লক্ষ লক্ষ টাকার কারবার হয়, কোনদিন তিনি ঘুনাক্ষরেও টের পাননি এই ধরনের ঘটনা ঘটতে পারে। সকালে এসে দোকান খুলতেই তার মনে প্রবল সন্দেহ হয়। দোকান মালিক এও জানান বহু জিনিস ওলটপালট হয়ে যেতে দেখেই তিনি বুঝতে পেরে যান কোন একটা বিরাট অঘটন ঘটে গেছে।তখন তিনি নিজে পাশের দোকান থেকে দোকান মালিককে ডেকেও আনেন । পরে দুজনে মিলে দেখেন বহু টাকার গরমিল রয়েছে তারপরে হিসাব করে দেখেন নগদ সাড়ে তিন লক্ষ টাকার বেশি গায়েব হয়ে গেছে। অবশেষে তিনি পুলিশে খবর দেন , পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে। এদিকে কিভাবে এই হোলসেল দোকান থেকে এত টাকা চুরি হয়ে গেল সেটা নিয়েও অবাক হচ্ছেন এলাকার সাধারণ মানুষও।