ভয়াবহ বিস্ফোরণ ঘটে গেলো পশ্চিম মেদিনীপুরের কেশপুরের অবৈধ বাজি কারখানায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফের বিস্ফোরণ ঘটলো অবৈধ বাজি কারখানায় । ঘটনা স্থল এবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর। আরও জানা গেছে নিজেদের বসতবাড়ির সঙ্গেই অবৈধ বাজি তৈরীর কারখানাটি রেখেছিলেন ওই বাড়ির মালিক৷রবিবার ভয়াবহ বিস্ফোরন ঘটে যায় কেশপুরের ডিহা গ্রামে। বিস্ফোরণ এর আঘাতে কারখানাটি পুরোপুরি উড়ে যায় , পুড়ে ছাইও হয়ে গিয়েছে সব কিছু । এই বিস্ফোরণ এর ঘটনায় সম্পূর্ণ ঝলসে গেছে বাজি কারখানার মালিক হারাধন গায়েন ও তাঁর স্ত্রী অর্চনা গায়েন। মরণাপন্ন দুজনকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ থেকে স্থানান্তরিত করা হয়েছে কলকাতার এসএসকেএম এ । চিকিৎসকদের প্রাথমিক অনুমান দুজনেরই বাঁচার আশা খুব ক্ষীণ, ৮০ থেকে ৯০ শতাংশ ঝলসে গেছে দেহ।৷

গ্রামের বাসিন্দা হারাধন গায়েন অবৈধ ভাবে বাজি তৈরী করতেন নিজের বাড়িতেই ৷ গ্রামবাসীদের বারণ থাকা সত্বেও তিনি চালিয়ে যাচ্ছিল এই অবৈধ বাজির তৈরীর কাজ ৷ রবিবার বিকেলে রান্নার গ্যাস থেকে কোনো রকম ভাবে আগুন ছড়িয়ে গিয়েছিল তাঁর বাড়িতে৷ সেই আগুন গিয়ে লেগে যায় বাড়ির মধ্যে মজুত রাখা বারুদে ৷ তা থেকেই পরপর বিস্ফোরণ হয়৷ এই আগুন বাড়ি থেকে বের হওয়ার কোন রকম সুযোগ দেয়নি হারাধন বাবু ও তাঁর স্ত্রী অর্চনা গায়েন কে৷ বাড়িতে মজুদ বোমাগুলি থেকে পরপর বিস্ফোরণ ঘটতে থাকে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *