শিলিগুড়ির ডাঙ্গিপাড়াতে আটক ভেজাল শ্যাম্পু, অবশেষে গ্রেপ্তার হল ৬ জন অভিযুক্ত
শিলিগুড়ি : দরজা বন্ধ করে তৈরি করা হচ্ছিল ভেজাল শ্যাম্পু। শিলিগুড়ির ৬ নম্বর ওয়ার্ডে ডাঙ্গিপাড়াতে তৈরি হচ্ছিল এই ভেজাল শ্যাম্পু। এই শ্যাম্পু তৈরির জন্য ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা গেছে কয়েকদিন ধরেই পুলিশের কাছে খবর আসছিল শিলিগুড়িতে নিয়মের বাইরে তৈরি হচ্ছে ভেজাল শ্যাম্পু। বাজারে মার্কেটের নামে যেসব শ্যাম্পু আছে ঠিক সেইসব শ্যামপুর বিক্রি করা হচ্ছিল। ওখান থেকে শ্যাম্পু শহর শিলিগুড়ি এবং তার আশেপাশের প্রচুর জায়গায় চলে যেত। বিভিন্ন বেকার যুবক-যুবতীদের লোভ দেখিয়ে এই কাজের নিযুক্ত করা হতো। বলা হতো বিক্রি করতে পারলে মোটা টাকা কমিশন দেওয়া হবে।

এদিকে এদিন খবর পেয়ে ডাঙ্গি পাড়াতে গিয়ে ওই ভেজাল শ্যাম্পুর কারখানায় হানা দেয় পুলিশ। সঙ্গে সঙ্গে ৬ জনকে আটক করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়। তাদের সাথে আরো কার কার সাথে যোগাযোগ ছিল সেটা জানতে এদিন চেষ্টা করে পুলিশ। অবশেষে ওই শ্যাম্পুগুলি বাজেয়াপ্ত করা হয়। এই খবর ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তেই প্রচুর স্থানীয় মানুষ ছুটে আসেন, যারা হয়তো কোন সময় ওখান থেকে সরাসরি শ্যাম্পু কিনেছিলেন। তারা জানিয়েছেন এইভাবে মানুষকে বোকা বানিয়ে শ্যাম্পুর বিক্রির কাজ চলছে।দোষীদের অবিলম্বে শাস্তি দিতে হবে।