শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হলো ” কলাঙ্গন ” এর বার্ষিক অনুষ্ঠান

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে অনুষ্ঠিত হলো ” কলাঙ্গন ” এর বার্ষিক অনুষ্ঠান। পরিচালনাকে এক অসাধারণ পর্যায় নিয়ে গেলেন পরিচালক পৃথা সেন। তিনি নিজে অসাধারণ আবৃত্তি করেন শুধু তাই নয় গোটা কলাঙ্গনকে যেন তিনি এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজকের অনুষ্ঠানে কলাঙ্গনের বার্ষিক অনুষ্ঠানে কিছু অসাধারণ মুহূর্ত দেখতে পেলেন দর্শকরাও। এটা আজকের সোশ্যাল মিডিয়ার যুগে একেবারেই অচল। জীবনানন্দ দাসের কথা মনে করা মানে একজন এক অসাধারণ কবিতা মনে পড়া। তাকে স্মরণ করা মানে যেন সেই সহজ সরল জীবনের কথা এই আধুনিক মননে তুলে ধরা। সে সবকিছুই যেন এক অসাধারণ পরিচালনার মধ্য দিয়ে এগিয়ে নিয়ে গেছেন পৃথা সেন। যিনি জীবনের পথে লড়াই করতে করতে হার শব্দটাই ভুলে গেছেন। মানুষের পাশে মানুষের কাছে দাঁড়াতে যিনি সর্বদাই বদ্ধপরিকর। কিন্তু একজন রাজনীতিক মানুষ হিসেবে নয় শুধু একজন মানুষ হিসাবে। সবকিছু মিলিয়ে কলাঙ্গন যেন ছাপিয়ে গেল , অনেক কিছুই। পুরনো স্মৃতি মনে করিয়ে দিল কলাঙ্গনের এদিনের অনুষ্ঠান। মানুষ এই রবিবারে সন্ধ্যায় পেলেন অসাধারণ কিছু মুহূর্ত। যার জন্য কৃতিত্ব দাবি করতে পারেন পৃথা সেন। যিনি নিজেকে একজন সাধারণ মানুষ হিসেবেই ভাবতে ভালোবাসেন।

পৃথা সেন এও জানান আমি নিজেকে একজন সাধারণ মানুষই ভাবি, এখানে আমার কাছে সবাই সমান। আজকের কলাঙ্গনের বার্ষিক অনুষ্ঠানে আমার এটুকুই পাওনা যে এত মানুষ আমার পাশে থাকলেন, আমাকে উৎসাহ দিয়ে গেলেন। যেটা আগামী দিনে আমাকে এই ধরনের অনুষ্ঠান করতে আরো শক্তি যোগাবে সাহস যোগাবে। ভবিষ্যতের দিকে আরো দৃঢ় প্রতিজ্ঞ করে তুলবে। আমি তো যার জন্য তৈরি হব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *