শিলিগুড়ির পাল দম্পতি অভুক্ত মানুষের মুখে তুলে দেন অনুষ্ঠান বাড়িতে বেচেঁ যাওয়া খাবার
বেস্ট কলকাতা নিউজ : মানবিকতার এক নজির তুলে ধরলেন শিলিগুড়ির এক দম্পতি। মাত্র চার মাস তাদের বিয়ে হয়েছে । আর এই চার মাসে অন্যন দম্পতি মতো হানিমুন বা কোথায় না ঘুরে অসহায় মানুষের পাশে দাঁড়ালেন সমাজ সেবার মাধ্যমে। এই চার মাসে উত্তরবঙ্গের শিলিগুড়ি শহর ও পাশ্ববর্তী এলাকায় অভুক্ত মানুষের মুখে দুমুঠো ভাত তুলে দেওয়ার অঙ্গীকার করলেন তারা ।আর অসহায় মানুষের মুখে তুলে দিলেন শহরের বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে বেচে যাওয়া খাবার সংগ্রহ করে । এই দম্পতি হলেন শিলিগুড়ির সমাজসেবী শক্তি পাল এবং তার স্ত্রী গীতিকা
পাল।
এই বিষয়ে পাল দম্পতি আরও জানিয়েছেন আমাদের কাছে এক বিরাট আনন্দের এই দুর্বিসহ সময়ে মানুষের মুখে খাবার তুলে দেওয়া। ঝড় বৃষ্টি উপেক্ষা করে মধ্য রাতে সেই সব খাবার সংগ্রহ করে দুমুঠো ভাত তুলে দেওয়া হয় অভুক্ত মানুষের মুখে।