শিলিগুড়ির পিছিয়ে পড়া এলাকায় ডিজিটাল ম্যাপ দিয়ে রাস্তা চেনানোর উদ্যোগ শিলিগুড়ি পলিটেকনিক কলেজের পড়ুয়াদের
শিলিগুড়ি : এবার শিলিগুড়ির পলিটেকনিক কলেজের পড়ুয়ার শিলিগুড়ি বিভিন্ন পিছিয়ে পড়া এলাকায় ডিজিটাল ম্যাপ দিয়ে রাস্তা চেনানোর কাজ শুরু করলো। এই ম্যাপের একটাই কাজ থাকবে রাস্তা চিনিয়ে দেওয়া। যদিও এখনো কাজ সম্পন্ন হয়নি, তবুও ছাত্ররা জানিয়েছে এই কাজ সম্পূর্ণ হয়ে গেলে শিলিগুড়ির বহু মানুষের উপকার হবে। বিশেষ করে শিলিগুড়ির বহিরাগত মানুষদের বেশি উপকার হবে। পড়ুয়ারা আরো জানিয়েছে বেশিরভাগ শিলিগুড়ির বাসিন্দাই শিলিগুড়ি শহরকে চেনেন না। আর বাইরে থেকে লোক এসে তো থাকেনই এখানে। তাই সবার কথা মাথায় রেখেই ডিজিটাল ম্যাপ এর কথা ভেবেছিলেন তারা। এই ম্যাপ পুরোপুরি তৈরি হয়ে গেলে বহু মানুষ উপকৃত হবেন বলেও দাবি পড়ুয়াদের।
