শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য প্রকাশ করলেন তার নিজের লেখা বই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : রাজ্যের প্রাক্তণ মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তণ মেয়র অশোক ভট্টাচার্য লেখা বই প্রকাশ হল রবিবার। এদিন দিনবন্ধু মঞ্চের রামকিঙ্কর প্রদর্শনী কক্ষে এই বইয়ের উন্মোচন করেন জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের রাস্ট্র বিজ্ঞানের অধ্যাপক ড. দ্বৈপায়ন ভট্টাচার্য। বইটির নাম রাখা হয়েছে, “দেশভাগের স্মৃতি এবং রাজনীতি।

এদিনের এই “অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিলিগুড়ি প্রাক্তণ মেয়র গঙোত্রী দত্ত, সাহিত্যিক গৌরী শংকর ভট্টাচার্য , মান্তু ঘোষ, জীবেশ সরকার সহ সমাজের বিভিন্ন স্তরের শতাধিক মানুষ । এদিন অনেকেই জানান প্রাক্তন মেয়র হিসেবে এবং পশ্চিমবঙ্গের প্রাক্তন পুর মন্ত্রী হিসাবে অশোক ভট্টাচার্যের অবদান মনে রাখার মত। তাই আজকে তিনি যখন বই প্রকাশ করছেন, তখন শিলিগুড়িবাসী হিসেবে আমাদের কাছে এক আনন্দের বিষয়। রাজনীতিবিদ হিসেবে অশোক ভট্টাচার্য চূড়ান্তভাবে সফল, এবং তার আরেকটা দিক আছে সেটা আমরা জানতাম না এবং আজকে লেখক অশোক ভট্টাচার্যের বই প্রকাশিত হলো আমরা সবাই আশা করব এই বিষয়ে তিনি চূড়ান্ত সফল হবেন। এদিন শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে এই অনুষ্ঠানে উপস্থিত শিলিগুড়ির বিশিষ্ট মানুষজন, ক্রীড়াবিদ থেকে সাহিত্যিক লেখক থেকে গায়িকা, নৃত্যশিল্পী থেকে সংগীতশিল্পী সকলে এক বাক্যে স্বীকার করে নেন শিলিগুড়িতে মেয়র হিসাবে অশোক ভট্টাচার্যের ভূমিকাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *