শিলিগুড়ির বানেশ্বর মোড়ে সন্তানহারা পরিবারের পাশে দাঁড়ালেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : স্কুল থেকে ফেরার পথে ইস্টার্ন বাইপাস রোড সংলগ্ন বানেশ্বর মোড় এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত সাত বছর বয়সি ছোট্ট হর্ষবর্ধনের পরিবারের পাশে দাঁড়ালেন মেয়র গৌতম দেব। তিনি জানান সন্তানহারা শোকগ্রস্ত পরিবারটির সাথে আমি দেখা করেছি । সমবেদনা জানানোর ভাষা নেই, সর্বতোভাবে পরিবারটির পাশে রয়েছি। ওই পরিবারের উপরে যে দুঃখ কষ্ট নেমে এসেছে তার সমাধান করা আমার পক্ষে তো সম্ভব নয়। তবুও আমি মানবিক দিক থেকে ওই পরিবারের পাশে আছি। ওরা যে কোন প্রয়োজনে যেভাবেই হোক আমাকে ডাকলে আমি সাড়া দেব। আর যে ভাবেই হোক আমি সাহায্য করবো। এদিন মেয়র সকালে এসে পৌঁছান বানেশ্বর মোড়ের ওই পরিবারের কাছে। মেয়রকে দেখে কান্নায় ভেঙে পড়েন ওই পরিবারের সদস্যরা। মেয়র তাদের সান্তনা জানান, এবং তিনি তার পক্ষ থেকে সমস্ত সাহায্যের কথা ঘোষণা করেন। মেয়রের সাথে এদিন উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের কয়েকজন যুব সদস্য। মেয়র শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে জানান খুবই খারাপ লাগছে, কি করে কি বলবো ওদের এটাই ভেবে পাচ্ছি না। তবুও মানবিকভাবে আমরা ওদের সাথে আছি।


