শিলিগুড়ির বিভিন্ন স্কুলে চলছে SIR হেয়ারিং পক্রিয়া, পরিদর্শন করতে এলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়ির বিভিন্ন স্কুলে চলছে SIR হেয়ারিং পক্রিয়া, অবশেষে সেই হেয়ারিং পক্রিয়া পরিদর্শন করতে এলেন মেয়র গৌতম দেব। মেয়র গৌতম দেব এদিন জানান আমি শিলিগুড়ির বিভিন্ন স্কুল গুলিতে ঘুরে ঘুরে হেয়ারিং এ আসা মানুষদের সাথে কথা বলে তাদের সমস্যা বুঝতে চেষ্টা করলাম ।মেয়র গৌতম দেব এদিন আরো জানান মানুষের প্রচুর সমস্যা হচ্ছে। অনেকেই হেয়ারিং এর নাম শুনে আতঙ্কিত হয়ে পড়ছেন। আমার এখানে আসার একটাই উদ্দেশ্য মানুষকে সঠিকভাবে বোঝানো এবং পরিচালিত করা। যে তাদের ভয় পাওয়ার কথা নেই। যারা যারা আসছেন সঠিকভাবে যদি নথি জমা দেন তাহলে কোন সমস্যাই হবে না। হেয়ারিং মানে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আজকে যারা যারা এসেছিলেন তাদের প্রত্যেককে সেই একই কথা বলে দেওয়া হয়েছে। তাই আর কোন সমস্যা নেই।

এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার বেশ কয়েকজন কাউন্সিলর। মেয়র এও বলেন অনেকেই এদিন হেয়ারিং এর সমস্যার কথা বুঝতে না পেরে দিশাহারা হয়ে যান। আমার দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আমার শহরের নাগরিকদের প্রতি। তাই আমি চেষ্টা করব যতদিন হেয়ারিং চলবে সেখানে সেখানে পৌঁছে যাওয়ার । মানুষের নাম নথিভুক্ত হবেই, শুধুমাত্র সময়ের অপেক্ষা, বলেও এদিন জানালেন মেয়র গৌতম দেব।

