শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে বন মহোৎসবের সূচনা করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : শিলিগুড়ির বেঙ্গল সাফারিতে বন মহোৎসবের সূচনা করলেন মেয়র গৌতম দেব। মেয়রের সাথে এদিন উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার , এসজেডি এর চেয়ারম্যান সঞ্জয় দুগ্গার এবং শিলিগুড়ি পুরসভার অন্যান্য এমএমআইসি এবং কাউন্সিলাররা। এদিন মেয়র জানান পুজোর আগে বেঙ্গল সাফারিতে আরো চারটে সিংহ আসতে চলেছে, এছাড়া আমি অনুরোধ করেছি তারা যেন জিরাফ নিয়ে আসে। বেঙ্গল সাফারিতে এবার থেকে নিরাপত্তা ব্যবস্থা চরম জোরদার করা হবে বলে এদিন জানান মেয়র গৌতম দেব।

তিনি আরো জানান চুরি আটকাতে এবং চুরি যাতে না হয় সেটা দেখতে শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশের কাছে তিনি অনুরোধ করবেন তারা যেন এখানে একটি ফাঁড়ির ব্যবস্থা করে , মানে পুলিশ ফাঁড়ি ব্যবস্থা করে। এছাড়া যারা যারা মানে পর্যটকেরা দেখতে আসলে তারা যেন আতঙ্কিত না হয়ে বেঙ্গল সাফারি দেখতে পারেন এটা আমরা দেখব। এখানে এবার থেকে মধু পাওয়া যাবে, বেঙ্গল সাফারি কর্তৃপক্ষের দায়িত্বে থাকবে সবকিছু। এবার সিংহ আসছে , এর পরবর্তীতে জিরাফ এবং হরিণ যাতে আসে সেটা দেখবার জন্য আমরা অনুরোধ করছি বেঙ্গল সাফারি কর্তৃপক্ষকে। এবার বন মহোৎসব এর সূচনা হলো , আগামী দিনে বন মহোৎসবকে আরো জনপ্রিয় করে তোলা হবে বলেও এদিন জানান মেয়র গৌতম দেব।