রিপোর্ট প্রকাশের দাবি উঠল নেতাজির অন্তর্ধান রহস্যের , মোদীকে চিঠি এ রাজ্যের শাসকদলের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এ রাজ্যের শাসকদল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিল নেতাজি সুভাষ চন্দ্র বসুর অন্তর্ধান রহস্যের রিপোর্ট প্রকাশের দাবি জানিয়ে। সুখেন্দুশেখর রায় আজ সাংবাদিক বৈঠকে একথা জানালেন তৃণমূল ভবনে। মূলত রাজ্য সরকার নেতাজি সংক্রান্ত সব ফাইল প্রকাশ করে ২০১৫ সালেই। সুখেন্দুশেখরবাবু আরও বলেন, ‘ মমতা বন্দ্যোপাধ্যায়র ফাইল প্রকাশ করার পরই ২০১৬ সালে কেন্দ্রীয় সরকার উদ্যোগী হয় নেতাজির ফাইল প্রকাশে। যদিও কেন্দ্র প্রকাশ করেনি সেই সংক্রান্ত সব ফাইল পত্র।’

মঙ্গলবার নরেন্দ্র মোদী সরকার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তীকে ‘‌পরাক্রম দিবস’‌ বলে ঘোষণা করেছে। ২৩ জানুয়ারি তারিখকে পরাক্রম দিবস ঘোষণা করে দেওয়ায় এর বিরোধিতা করেছে এ রাজ্যের শাসকদল। এই বিষয়ে দলীয় সাংসদ সৌগত রায় বলেন, ‘‌মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বছরের পর বছর দাবি করে আসছেন, ২৩ জানুয়ারিকে ঘোষণা করা হোক জাতীয় ছুটি হিসেবেই। একইসঙ্গে দিনটিকে পালন করা হোক দেশনায়ক দিবস হিসেবেও । এটাই উপযুক্ত নাম। কারণ তাঁকে দেশনায়ক বলে ডেকেছিলেন স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরও । কিন্তু মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছে একতরফা ভাবেই।’‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *