শিলিগুড়ির মহাকালপল্লীতে একটি বাড়ি থেকে চুরি হয়ে গেল নগদ অর্থ এবং অলংকার
শিলিগুড়ি : শিলিগুড়ির মহাকাল পল্লীতে, একটি বাড়ি থেকে চুরি হয়ে গেল নগদ আশি হাজার টাকা এবং সোনার অলংকার। এই সময় বাড়িতে কেউ না থাকায় দরজা ভেঙে গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে চোর। আলমারি খুলে হাতিয়ে নেয় সোনা এবং নগদ টাকা পয়সা। তবে কিভাবে বাড়িতে চোরেরা ঢুকে গেল, এবং জানাশোনা কি না এদিন এটাও খতিয়ে দেখে পুলিশ। এমনকি ওই বাড়িতে প্রচুর মানুষের আসা যাওয়া ছিল। পরিচিতরাই কেউ এই কাজ করতে পারে বলে জানা গেছে। তবে এই ঘটনায় চরম ক্ষুব্ধ এলাকার স্থানীয় মানুষজনও।তারা এও জানান বেশ কয়েকদিন থেকে বাইরের ছেলেদের উৎপাত বেড়ে গিয়েছিল। রাত্রিবেলা এলাকায় বিভিন্ন ধরনের নেশা এবং বিভিন্ন ধরনের আড্ডা চলত তাদের। বারবার বললেও তারা কথা শোনেনি। তাদের মধ্যে থেকেও কয়েকজন মিলে এই কাজ করতে পারে, বলে অনুমান স্থানীয়দের। এদিকে বাড়ির গৃহকর্তী জানান আগেও তারা এভাবে বাইরে গিয়েছিলেন, কিন্তু সেই সময় কিছু হয়নি। তাই এই ঘটনা নিয়ে, তারা অবাক এবং প্রচন্ডভাবে ভেঙে পড়েছেন।
