কাজ হারানো নিম্নবিত্তদের জন‍্য এক টাকা মূল‍্যে “স্বজন-ভোজন” নামক কর্মসূচী শুরু করলো এক স্বেচ্ছাসেবী সংস্থা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সময়টা মহামারিকাল। লকডাউন সহ নানা রকম বিধিনিষেধই হল মারন ভাইরাসের সাথে লড়াইয়ের ক্ষেত্রে অন‍্যতম হাতিয়ার। ফলে মানুষের জীবন প্রবাহ কার্যত থমকে গেছে মাসের পর মাস। সবথেকে অসুবিধায় দিন গুজরান করছেন বেসরকারি ভাবে অতি স্বল্পমাহিনা উপার্জনের মানুষজন। সংসারে প্রায় অচল অবস্থা। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট নতুন বাজারের এমনি একটি স্বেচ্ছাসেবী সংস্থা “সাম্মানিক” একটাকা মূল‍্যে “স্বজন-ভোজন” নামক কর্মসূচী শুরু করেছে মহামারি আবহে কাজ হারানো সেইসব নিম্নবিত্তদের জন‍্য।

খাদ‍্যতালিকায় থাকছে গরম ভাত, লঙ্কা-লেবু-পেয়াজ, ভাজি, আলু-পটলের রসা, ডিমের কারি, পায়েসএমনকি রসগোল্লাও। আত্মিয় এবং বন্ধু জ্ঞানে কূপন বিলিয়ে নিমন্ত্রণ করা হয়েছে কর্মহীন মানুষদের দ্বিধা বা সংকোচ কাটাতে। প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয়েছে এমনকি ফুলের সাজে। হাল্কাসুরে বাজছে সানাইয়ে খুশির রাগ-রাগিনী। এর মধ্যেই আগত মানুষদের চন্দনের ফোটা ও হাতে গোলাপ বটম তুলে দিয়ে প‍্যাকেটের মাধ্যমে দুপুরের আহার তুলে দেওয়া হচ্ছে পরিবারের সবার উদ্দেশ্যে। কঠোর নিরাপত্তা বলয়ের মধ‍্যেই চলছে সবকিছুই। অতি দ্রুত অথচ পরম যত্নে খাদ্যসরবরাহ করা হচ্ছে আগে থেকে কূপন সংগ্রহকারীরা আসার সাথে সাথে। গড়ে প্রতিদিন খাবার পাচ্ছেন ৩২০/২৫ জন করে।সবমিলিয়ে এই অভিনব আয়োজন, ত্রান বন্টন বা পাশে থাকার কর্মসূচীটি চেহারা নিয়েছে একটি বিয়ে বা উত্‍সবমুখর পরিবেশের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *