শিলিগুড়ির মাটিগাড়াতে বাড়ি থেকে ব্রাউন সুগার সহ আটক হল ২ মহিলা
শিলিগুড়ি : বাড়ি থেকে ব্রাউন সুগার সহ আটক হল ২ মহিলা, শিলিগুড়ি মাটিগাড়া থেকে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এদিন ব্রাউন সুগার সহ ওই ২ মহিলাকে আটক করে। তারা ঐ বাড়িতেই ব্রাউন সুগার পাচারের ঠিকানা তৈরি করেছিলেন। এদিকে পাড়া-প্রতিবেশীরা জানিয়েছেন ওই মহিলার জীবনযাপন ছিল অত্যন্ত আধুনিক। কিভাবে তার টাকা আসতো জানতেন না কেউ। সম্প্রতি কয়েকজন প্রতিবেশীর সন্দেহ হয় , তারা বুঝতে পারেন ওই মহিলা কোন অবৈধ কাজকর্মের সাথে জড়িত। সঙ্গে সঙ্গে তারা মাটিগাড়া পুলিশ এবং শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশকে ফোন করে। সঙ্গে সঙ্গে এদিন পুলিশ এসে বাড়িতে ঘিরে ফেলে মহিলাকে আটক করে। ওই মহিলা জেরায় জানিয়েছে সে টাকার লোভ দেখিয়ে বাইরের বেকার ছেলেমেয়েদের বিভিন্ন কাজে জড়িত করে রাখত। তাদের দিয়ে মোটা টাকা উপার্জন করত সে। তার অনেকগুলো ঠিকানা ছিল , এমনকি তার নামে এর আগেও বিভিন্ন অপরাধমূলক কাজের প্রমাণ আছে।


