প্রবীণ নাগরিকদের কোনো রকম ই-পাস লাগবে না দিনের এই সময়ে মেট্রোয় চড়তে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মেট্রো কর্তৃপক্ষ নিয়ম শিথিল করল প্রবীণ নাগরিকদের জন্য । মেট্রোয় যাতায়াত করার জন্য তাঁদের কোনও ই-পাস লাগবে না বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত।প্রবীণ নাগরিকরা মেট্রোতে যাতায়াত করতে পারবেন বয়সের উপযুক্ত প্রমাণপত্র ও আইডি কার্ড দেখিয়েই। এমনই এক নির্দেশিকা জারি করল মেট্রো রেল কর্তৃপক্ষ।

শহরে ফের শুরু হয়েছে মেট্রো পরিষেবা দীর্ঘ কয়েকমাস পরে । মেট্রো চলছে সকাল ৮টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত । মেট্রো কর্তৃপক্ষ টোকেন না দেওয়ার কথা আগেই ঘোষণা করেছে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেচলার লক্ষ্যে । বর্তমানে যাঁদের কাছে স্মার্টকার্ড আছে, মেট্রোয় যাত্রা করতে পারছেন শুধুমাত্র তাঁরাই। যাঁদের স্মার্টকার্ড নেই, তাঁদের তা সংগ্রহ করতে হচ্ছে কাউন্টার থেকে। তবে সবারই ই-পাস লাগছে স্টেশনে ঢোকার জন্য।

ই-পাসের জন্য বুকিং করতে হছে মেট্রোয় ওঠার অন্তত ৬ ঘন্টা আগে । ‘পথদিশা’ অ্যাপে ক্লিক করে যাত্রীকে নিজের নাম, পরিচয়, যাত্রার সময় এবং কোন স্টেশন থেকে কোন স্টেশনে তিনি যেতে চান, তা জানাতে চাওয়া হচ্ছে। এর পরে ই-পাস পাঠানো হবে সেই যাত্রীর মোবাইলে, যা আসলে একটি কিউ আর কোড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *