শিলিগুড়ির মিত্র সম্মেলনী রোড পরিদর্শন করতে এলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ির : মেয়র গৌতম দেব শিলিগুড়ির মিত্র সম্মেলনী রোডের পরিদর্শন করলেন। এদিন তিনি জানালেন আমাদের কাছে এই রাস্তা অনেক পুরনো রাস্তা। এখানে একটা হল আছে যেখানে যেখানে বহু ঐতিহ্য জড়িয়ে আছে। এখানে ভালো দুর্গাপূজা হয়, সবাই এই পুজো দেখতেও আসেন। তাই রাস্তা দেখে গেলাম। কোথায় কিভাবে কাদের জন্য কি দরকার হবে এবং কি করতে হবে সেটা দেখে নেওয়ার আমার একান্তই প্রয়োজন ছিল। তাছাড়া উৎসবের মরশুমে রাস্তায় যানজটের বহু খবর আসে। যেটা একেবারেই স্বস্তি দায়ক নয়। তাই উৎসবের আগেই যতটা সম্ভব আমার মনে হল সঠিকভাবে রাস্তা তৈরি করে দিয়ে গেলাম। যাতে কোন ধরনের কোন সমস্যা না হয়। এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন, শিলিগুড়ি পুরসভার অন্যান্য এম এম আই সি আইসি এবং কাউন্সিলর। তিনি আরও জানান একবার ঠিক করে গেলে এই রাস্তার দায়িত্ব যাদের আছে তারা দেখতে পারবেন। আমার কাছে যে কোন সাহায্য যে কোন সময় চাইলে আমি চেষ্টা করব সেটা সম্পূর্ণ করার।
![](https://banglarkhabor.in/wp-content/uploads/2024/08/332769987_1629612934167629_1872748458816515128_n-1024x723.jpg)