শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে এক আলোচনা সভা আয়োজিত হল পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ এবং বস্ত্র দপ্তরের বিশেষ উদ্যোগে
শিলিগুড়ি : শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পোদ্যোগ এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে এক আলোচনা সভা আয়োজিত হল শিল্পের সমাধানে। এই আলোচনা সভার প্রধান বক্তা ছিলেন মেয়র গৌতম দেব। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক আধিকারিকেরা। মেয়র এবং ডেপুটি মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন বস্ত্র শিল্প দপ্তরের বেশ কিছু ব্যবসায়ী। মেয়র গৌতম দেব এদিন জানান, পশ্চিমবঙ্গের ক্ষুদ্র এবং অন্যান্য শিল্পের প্রচার ঘটানো প্রয়োজন। ক্ষুদ্র ও অন্যান্য শিল্পের প্রসার ঘটালে কর্মসংস্থান বাড়বে। সবার ক্ষমতা হয় না বাইরে গিয়ে রোজগার করার। আমাদের বাংলাতেই অনেক কিছু আছে, যেখানে থেকে রোজগার করা যায়। আমাদের এই শিল্প বহু পুরাতন এবং পুরানো শিল্প, আমরা সবাই যদি একটু একটু করে সাহায্যের হাত বাড়িয়ে দি তবে শিল্পের প্রসারে জোয়ার আসবে।