শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের একটি বাড়িতে লক্ষাধিক টাকা চুরি, এলাকায় ছড়ালো ব্যাপক চাঞ্চল্য
শিলিগুড়ি : শিলিগুড়ি ইস্টার্ন বাইপাসের ঠাকুরনগরের এলাকায় লক্ষাধিক টাকা চুরি হয়ে গেল একটি বাড়িতে। সকালবেলায় চুরি হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকা জুড়ে। ওই সময় মালিক বা মালকিন কেউই বাড়িতে ছিলেন না। তারা ফিরে এসে দেখেন গেট খোলা, গ্রিল খোলা, এবং বাড়িতে গিয়ে দেখেন আলমারি এবং দরজা খোলা। সঙ্গে সঙ্গে তারা চিৎকার করে প্রতিবেশীদের ডাকেন, পুলিশেও খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে গোটা ঘটনাটির তদন্ত শুরু করে।