শিলিগুড়ি ঘোঘোমালি উচ্চ বিদ্যালয় পালন করল স্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসব
শিলিগুড়ি : শিলিগুড়ি গোঘমালি উচ্চ বিদ্যালয় পালন করল তাদের সুবর্ণ জয়ন্তী উৎসব। স্কুল প্রাঙ্গণে প্রণক্ষিত এই উৎসবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক, বর্তমান শিক্ষক এবং ছাত্রছাত্রীরা। আগের পুরনো দিনের বেশ কিছু স্মৃতিচারণ করেন স্কুলের প্রাক্তন শিক্ষকেরাও। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র-ছাত্রীরাও। এদিন এই উৎসব যথেষ্ট আনন্দদায়ক হয়ে ওঠে। ছাত্র-ছাত্রীরা অনেকেই এই উৎসবে গা ভাসিয়ে দেয়। সংগীত পরিবেশন করেন প্রাক্তন এবং বর্তমান ছাত্র ছাত্রীরা। স্কুল ঘোঘোমালি স্কুল যথেষ্ট পুরনো স্কুল ।

এদিকে এই স্কুলের সাথে লুকিয়ে আছে বা বলতে পারা যায় জড়িয়ে আছে বহু পুরানো স্মৃতি । জড়িয়ে আছে অনুসরণীয় মুহূর্ত । এদিন প্রাক্তন এবং বর্তমান সবাই মিলে এই উৎসবকে যথেষ্ট আলোক উজ্জ্বল করে তোলেন। এই স্কুলে পড়তে আসে দূরদূরান্ত থেকে আসা ছাত্র-ছাত্রীরা। এই স্কুলের কথা বলতে গিয়ে প্রধান শিক্ষক জানান আমাদের দায়িত্ব এবং কর্তব্য সবকিছু মিশে আছে এই স্কুলের সাথে। কাজে স্কুলের কোন উৎসব হলেই আমরা আর পিছিয়ে থাকতে পারিনা বলেও জানান তিনি । সবাই মিলে এই স্কুলকে সফল সুন্দর করে তুলবো এটাই আমাদের আকাঙ্ক্ষা, এদিন এমনটাই জানালেন স্কুলের প্রধান শিক্ষক।