শিলিগুড়ি জেলা হাসপাতাল থেকে উধাও শিশু সুপারকে ডেপুটেশন দিলো ডি ওয়াই এফ আই
শিলিগুড়ি : এবার শিলিগুড়ি হাসপাতাল থেকে উধাও হয়ে গেলো শিশু। এই সূত্র ধরেই হাসপাতাল সুপারকে ডেপুটেশন দিল শিলিগুড়ি ডি ওয়াই এফ ওয়াই জেলা কমিটি। তাদের পক্ষ থেকে নবনিযুক্ত কর্মীরা এদিন হাসপাতাল সুপারকে ডেপুটেশন দিয়ে তাদের প্রতিবাদ জানান। তাদের পক্ষ থেকে এও বলা হয় , বর্তমান সরকারের আমলে এত কিছু থাকতে, এত নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে একজন সদ্যোজাত শিশু নিখোঁজ হয়ে যায়?
ডি ওয়াই এফ ওয়াই এর পক্ষ থেকে রাজ সরকার এবং মৌমিতা চাকি সাংবাদিকদের জানান ডি ওয়াই এফ আই এর বিরুদ্ধে প্রতিবাদ জানাবে। কারণ এতেই বোঝা যাচ্ছে বর্তমানে হাসপাতাল এবং নার্সিংহোমে নিরাপত্তা ব্যবস্থা ঠিক কি অবস্থায় আছে। অবিলম্বে যদি সরকার কোন ব্যবস্থা না নেয় তবে এই স্বাস্থ্যপরিসেবা কেন্দ্র গুলির অবস্থা আরও সংকটজনক হয়ে উঠবে। তারা আরো জানান দুই-একদিনের মধ্যেই তারা এক বিক্ষোভ মিছিল বের করবেন, কেন কিভাবে এই ঘটনা ঘটে গেল। হাসপাতাল কর্তৃপক্ষকে তার জবাবদিহি করতে হবে।