সরকারি পরিচয়পত্র হাতে পেলেন ছিটমহলের এই বাসিন্দারা, পেলেন ভারতের নাগরিকত্ব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : একসময় ছিল “রাষ্ট্রহীন”। খাতায় কলমে বাংলাদেশের বাসিন্দা হলেও ভৌগলিক অবস্থান ছিল ভারতের সীমানার মধ্যে। এই ছিটমহলের বাসিন্দাদের না ছিল পুলিশ-প্রশাসন, না ছিল কোনও পরিচিতি। ২০১৫ সালের ৩১ জুলাই ভারত ও বাংলাদেশের চুক্তি মোতাবেক ছিটমহল দুই দেশে মধ্যে হস্তান্তরিত হয়। তাছাড়া বাংলাদেশে অবস্থিত ভারতীয় ছিটমহল থেকেও অনেকে এদেশে চলে আসেন। এখানে অবস্থিত বাংলাদেশের ছিটমহলের বাসিন্দারা ভারতীয় নাগরিকত্ব অর্জন করেছেন।

অধুনা বাংলাদেশবাসী শিবপ্রসাদ মস্তফীর বাসিন্দারা একটা সময় পরিচয়হীনতায় ভুগতেন। বাজার-হাটে গেলে ভারতীয়রা ‘ছিটের লোক, ছিটের লোক’ বলে সম্বোধন করত! প্রতিবাদ করার সাহস ছিল না। এই গ্রামের বাসিন্দা মন্টু দাস, বয়স ৬৭। তাঁর স্ত্রী একাদশী দাস। ছিলেন ভারতীয়, বিয়ের কারণে রাষ্ট্রহীন হয়ে পড়েছিলেন একাদশীদেবী। ২০১৫ সালে তিনি ফের ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। আধারকার্ড, ভোটারকার্ড হয়েছে। একথা জানিয়ে একাদশী দাস বলেন, “এখনও রেশন কার্ড হয়নি। জমির নথিপত্র নিয়েও সমস্যা রয়েছে। মন্টু দাসের ছেলে গণেশ দাস, মন্টু দাস জানান , “জমির কাজকর্ম করি। এখনও কয়েক বিঘে জমির সরকারি নথি হয়নি। ভূমি সংস্কার দফতরে দৌড়ঝাঁপ করেও কোন লাভ হচ্ছে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *