শিলিগুড়ি পুরসভাতে আয়োজিত হল মেয়র পারিষদদের বিশেষ বৈঠক
শিলিগুড়ি : সামনে পুজো আসছে, তার জন্য দরকার প্রস্তুতি, তাই আজকে শিলিগুড়ি পুরো সভাতে মেয়র পালিশাদদের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। মেয়র গৌতম দেব জানালেন সামনে পুজো আসছে তার আগে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিতে হবে আমাদের, শিলিগুড়ির পাশে নিরাপত্তা রক্ষার দায়িত্ব আমাদের, এবং সাথে সাথে পুজোর সময় অতিরিক্ত যানজট যাতে না সৃষ্টি হয় সেই দায়িত্ব আমাদের। আমরা চেষ্টা করি মানুষকে সঠিকভাবে পরিষেবা দিতে, এছাড়া পুজোর সময় পানীয় জল নিয়ে মানুষ যাতে কোনভাবেই কোন ধরনের অসুবিধার মধ্যে না পড়ে সেটাও আমাদের দেখতে হবে। আমি প্রত্যেক ওয়ার্ড কাউন্সিলরদের বলবো যানজট এবং জলের ব্যাপারটা আপনারা নিজেরা নিজেরা দায়িত্ব নিয়ে দেখবেন। কারণ যার যার ওয়ার্ড রক্ষার দায়িত্ব সেই ওয়ার্ডের কাউন্সিলারের। শিলিগুড়ি পুরসভা কে মানুষ বিশ্বাস করে। সাধারণ মানুষের ভোটে জিতে আমরা শিলিগুড়ি পুরসভা এসেছি, তাই যেভাবেই হোক আমাদের দায়িত্ব সাধারণ মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এই পুজো সময়ে এই একমাস মানুষ একটু আনন্দে থাকতে চাই আনন্দে মেতে উঠতে চায় সব সমস্যা এবং দুঃখ কষ্ট ভুলে। তাই আমাদের দায়িত্ব থাকবে মানুষকে যাতে আমরা দিতে পারি সঠিক পরিচালনা ।
এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন, ডেপুটি মেয়র রঞ্জন সরকার , চেয়ারম্যান প্রতীক চক্রবর্তী এবং শিলিগুড়ি পৌরসভার এম এমআইসি এবং কাউন্সিলরেরা। মেয়র নিজে জানান পুজোর আগে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে সবাইকে, মানুষকে ভালো রাখতে গেলে পাশে থাকতে হবে। সামনে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ আছে যেগুলো সমস্যার সমাধান করার অত্যন্ত জরুরি আমাদের কাছে, বলেও জানান মেয়র।